Site icon Jamuna Television

উন্নয়ন বাজেটে কাটছাঁট, ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা অনুমোদন দিয়েছে সরকার

কর্ণফুলী টানেল। ছবি: সংগৃহীত।

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। ১ হাজার ৭৭০টি প্রকল্পে এসব অর্থ ব্যয় করা হবে।

বুধবার (২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর বৈঠকে এ উন্নয়ন বাজেটের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

সরকার ২০২১-২২ অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছিল। তবে অনেক প্রকল্পে সব টাকা ব্যয় হচ্ছে না। ফলে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমেছে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা। বরাদ্দকৃত অর্থের মধ্যে বৈদেশিক ঋণ ৭০ হাজার ২৫০ কোটি এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা।

এনইসি’র এ বৈঠকে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন কাজে জমি অধিগ্রহণের আগে তা পর্যবেক্ষণ করে ছবি তুলে রাখার নির্দেশনা দিয়েছেন। যাতে হঠাৎ করে কেউ অতিমূল্য দাবি না করতে পারে। অধিগ্রহণে নেয়া জমির মূল্য দ্রুত ছাড় করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

/এমএন

Exit mobile version