Site icon Jamuna Television

রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ১৪১ দেশ, বাংলাদেশসহ ৩৫ দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি

জাতিসংঘ সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ১৪১ সদস্য রাষ্ট্র। দীর্ঘ ৪০ বছর পর সংস্থাটিতে হলো জরুরি ও বিরল এ ভোটাভুটি। বুধবার (২ মার্চ) এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। খবর এবিসি নিউজের।

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার অভিযান বন্ধ এবং শিগগিরই সেনা প্রত্যাহারে নিজ নিজ অবস্থান স্পষ্ট করে ১৪১ সদস্য রাষ্ট্র ক্রেমলিনের বিরুদ্ধে ভোট দেয়। বিপরীতে এই প্রস্তাবের ওপর রাশিয়াসহ মিত্র দেশ বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া বিপক্ষে ভোট দেয়। এছাড়া শক্তিধর চীনসহ ৩৫টি দেশ ভোট দেয়নি। যে তালিকায় রয়েছে বাংলাদেশও।

১৯৮২ সালের পর ইউক্রেন সংকট ইস্যুতে জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের সাধারণ পরিষদ। ১৯৩ সদস্যের এ পরিষদ কূটনৈতিক উপায়ে রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে। যাতে বাড়তি সমর্থন যোগালো এই ভোটাভুটি।

/এমএন

Exit mobile version