Site icon Jamuna Television

কিয়েভের দখল নিতে আশপাশের শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ বাহিনী

প্রতিবেশি ইউক্রেনে টানা ১০ম দিনের মতো অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভের দখল নিতে আশপাশের শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়ার সেনারা।

খেরসনের পর অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী বন্দর নগরী মারিওপোল দখলে নিতে চলানো হচ্ছে সবচেয়ে জোরালো অভিযান। সামরিক স্থাপনাসহ গোলাবর্ষণ করা হচ্ছে আবাসিক এলাকাতেও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রাজধানী কিয়েভের খুব কাছে তিন দিকে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। সেখান থেকেই চালানো হচ্ছে একের পর এক হামলা।

তবে নতুন করে হতাহতের তালিকা প্রকাশ করেনি জেলেনস্কি প্রশাসন। ইউক্রেন প্রেসিডেন্টের দাবি, তারা সব জায়গায় তুমুল প্রতিরোধ গড়ে তুলছে। এক ফেসবুক পোস্টে ভোলদেমির জেলেনস্কি মন্তব্য করেন, সংখ্যায় বেশি হলেও ততোটা শক্তিশালী নয় রুশ সেনারা। হতাহতের জন্য সামরিক জোট, ন্যাটোর অসহযোগিতামূলক আচরণকে দায়ী করেন তিনি।

/এমএন

Exit mobile version