Site icon Jamuna Television

বাংলাদেশ এখন অনেক পরিণত দল: মুশফিক

বাংলাদেশ এখন অনেক পরিণত দল, সেরাটা দিলে দক্ষিণ আফ্রিকাকে হারানো অসম্ভব কিছু নয়। দেশ ছাড়ার আগে এমনটা জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। একই সাথে দলের প্রয়োজনে উইকেট রক্ষকের দায়িত্ব ছাড়তেও রাজি আছেন বলে জানান তিনি।

উপমহাদেশের বাইরে বাউন্সি উইকেটে পেসারদের খেলার খুব একটা অভিজ্ঞতা না থাকলেও তাদের ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক। তবে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে মূল চ্যালেঞ্জটা নিতে হবে ব্যাটসম্যানদের। তা হলে ৩ ফরম্যাটেই বাংলাদেশ ভাল করবে বলে মনে করেন মুশফিক।

এই সিরিজে উইকেটরক্ষকের দায়িত্বে মুশফিক থাকবেন কিনা, ৩ দিনের প্রস্তুতি ম্যাচের পর সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট। প্রায় ১ মাসের সফরে সকালে ৫ ক্রিকেটার রওনা হলেও সন্ধ্যা সাড়ে ৭ টায় দ্বিতীয় দফায় ঢাকা ছাড়বে আরও ১১ ক্রিকেটার।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version