Site icon Jamuna Television

রাখাইন সহিংসতা বন্ধে চেষ্টা করছেন সুচি: সিনেটর ম্যাককনেল

রাখাইনে সহিংসতা বন্ধের চেষ্টা চলছে, সেখানে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো প্রয়োজন। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি ফোনালাপে এ কথা জানিয়েছেন বলে তথ্য দিয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল।

বিশ্বজুড়ে সুচির সমালোচনারও নিন্দা জানান সিনেটর ম্যাককনেল। বলেন, এতে গণতান্ত্রিক সরকারের অগ্রগতির পথ হুমকির মুখে পড়বে। এদিকে, রাখাইনে চলমান সহিংসতা আর নির্বিচার হত্যাযজ্ঞ বন্ধে এবার সুচির প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের নির্বাসিত নেতারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় নির্বাসিত ৮ নেতা এক খোলা চিঠিতে এ আহ্বান জানান। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত না নিয়ে সুচিকে নৈতিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাসিতরা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version