Site icon Jamuna Television

মন্ত্রীর ফোনে সুন্দরবনের লোনা পানিতে ফিরলো কুমির

বাগেরহাট প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের ফোন পেয়ে লোকালয় থেকে উদ্ধার করা হলো সুন্দরবনের লোনা পানির কুমির।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকা থেকে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, রামপাল উপজেলার ভাগা এলাকার বগুড়ার খালে জেলেদের জালে এদিন বিকালে কুমিরটি ধরা পরে। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদার মহোদয় আমাকে ফোনে বিষয়টি জানিয়ে কুমিরটিকে বনে অবমুক্তি করার নির্দেশ দেন । আমি সাথে সাথে বনবিভাগের কয়েকজন সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করি।

আরও পড়ুন: ঝিনাইদহে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড, কনের পিতাকে জরিমানা

তিনি আরও জানান, কুমিরটি লম্বায় ৪ ফুট ও বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হবে। এদিন সন্ধ্যায় কুমিরটিকে সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে অবমুক্ত করা হয়েছে।

জেডআই/

Exit mobile version