বরগুনার বেতাগীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|

নিহত স্বামী-স্ত্রী।

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী মো. আসলাম বেতাগী উপজেলার উত্তর জোয়ার করুনা গ্রামের মো. মনির হাওলাদারের ছেলে এবং স্ত্রী মোছা. তামান্না আক্তার একই গ্রামের মো. হিরু হাওলাদারের মেয়ে।

শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে নিজ ঘর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এক বছর আগে তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল বলে জানা গেছে।

এ নিয়ে বেতাগী থানার পুলিশ সূত্রে জানা গেছে, আসলাম ও তার স্ত্রী তামান্না আক্তার রাতে ঘরেই ছিলেন। শনিবার সকালে তারা ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা ঘরে ঢুকে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পৌঁছায়।

বেতাগী থানার উপ-পরিদর্শক মো. আল আমিন বলেন, সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করবে। মৃত্যুর রহস্য এখন পর্যন্ত জানা যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply