অ্যান্টিগা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১৭ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ও জো রুটের ব্যাটে ক্যারিবিয়দের বিপক্ষে এরইমধ্যে ১৫৩ রানের লিড নিয়ে মজবুত অবস্থানেই আছে থ্রি-লায়ন্সরা।
তৃতীয় দিনের সংগ্রহ ৯ উইকেটে ৩৭৩ রান নিয়ে খেলতে নেমে নিজেদের স্কোর বোর্ডে মাত্র ২ রান যোগ করতে পারে উইন্ডিজ। প্রথম ইনিংসে ৩৭৫ রানে অলআউট হওয়ার আগে সর্বোচ্চ ১২৩ রান আসে ক্রুমাহ বোনারের ব্যাট থেকে। সফরকারীদের হয়ে বেন স্টোকস, জ্যাক লিচ ও ক্রেইগ ওভারটন নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কেমার রোচের বলে ওপেনার এলেক্স লিসের উইকেট হারায় ইংল্যান্ড। তবে দ্রুতই পরিস্থিতি নিজেদের দখলে নিয়ে নেন জ্যাক ক্রলি ও জো রুট। দ্বিতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার যোগ করেন ১৯৩ রান। ব্যাট হাতে ওপেনার জ্যাক ক্রলি ১১৭ ও অধিনায়ক জো রুট ৮৪ রানে অপরাজিত আছেন।
আরও পড়ুন: সাউথ আফ্রিকা সিরিজেও খেলবেন সাকিব
এম ই/

