
ছবি: সংগৃহীত।
রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের কিয়েভের ভাসিলকিভ অঞ্চলের কাছের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে। খবর আল জাজিরার।
ভাসিলকিভের মেয়র নাটালিয়া বালাসিনোভিচ বলেছেন, রুশ রকেট একটি গোলাবারুদ ডিপোতেও আঘাত করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, রাজধানীর পূর্ব উপকণ্ঠ ব্রোভারিতে, একটি ইউক্রেনের সামরিক গোয়েন্দা রিকনেসান্স সেন্টারকে অ্যাকশন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, ইউক্রেনের রাজধানীর খুব কাছে পৌঁছে গেছে রুশ সেনাবহর। তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ আগ্রাসন ঠেকাতে কিয়েভজুড়ে প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিবিসির খবর জানাচ্ছে, কিয়েভের কেন্দ্র হিসেবে পরিচত প্রেসিডেন্ট ভবনের নিকটবর্তী বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে রুশ সেনারা। এর মধ্যে হস্তোমেল এবং সিকরস্কি বিমানবন্দরে ব্যাপক গোলাবর্ষণের পর এই দুই স্থাপনার নিয়ন্ত্রণ নেয়া হয়। এর পাশাপাশি প্রেসিডেন্ট ভবনের কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত অবোলন, বুচা এবং ভিশোরদ এলাকারও নিয়ন্ত্রণও এখন রুশ বাহিনীর হাতে।
জেডআই/



Leave a reply