Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদের অপরাধে নিউ আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের গোডাউন রোড় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোডস্থ নিউ আল-আমিন স্টোরে ৬০টি ড্রামে সয়াবিন তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে আব্দুল মোতালেবের ছেলে আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। এ বিষয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যার ভিত্তিতে বাজারের একটি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে নিউ আল-আমিন স্টোরে অভিযোগের সত্যতা পাই। তিনি অতিরিক্ত ভোজ্যতেল মজুদ করে রেখেছিলেন। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল করতে এ অভিযান চলমান থাকবে বলেই জানা গেছে।

এসজেড/

Exit mobile version