Site icon Jamuna Television

লুডু, ক্যারম ও তাস খেললে ১০ হাজার টাকা জরিমানা, ইউপি চেয়ারম্যানের ঘোষণা

লুডো, ক্যারাম ও তাস খেলা নিষিদ্ধ করে দেয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিমের নির্দেশনা

বরিশাল ব্যুরো:

মোবাইল ফোনে বা বোর্ডে লুডু খেললে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম। ঘোষণা দিয়েছেন ক্যারম ও তাস খেললেও একই পরিমাণ অর্থ জরিমানার। যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বসে তাস, লুডু ও ক্যারম খেলা হবে সেই প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে ঘোষণায়।

শনিবার (১২ মার্চ) গভীর রাতে লিখিত নোটিশ আকারে এ সিদ্ধান্তের কথা ইউনিয়নবাসীকে জানানো হয়েছে বলে জানা গেছে।

লিখিত নোটিশে বলা হয়েছে, অত্র ইউনিয়নের কোনো দোকান বা স্থানে বসে স্মার্টফোনে বা লুডু বোর্ডে লুডু, ক্যারম বোর্ড ও তাসের মাধ্যমে জুয়া খেলা এবং মাদকসেবনরত অবস্থায় যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমনকি যে দোকানে খেলা চলবে সেই দোকানও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হবে।

এ বিষয়ে চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল ক‌রিম বলেন, যুব সমাজ শখের বসে স্মার্টফোনে লুডু খেলা শুরু করে পরবর্তিতে জুয়ার নেশায় আসক্ত হচ্ছে। পড়াশোনা বাদ দিয়ে স্মার্টফোনেই ডুবে থাকছে সারা দিনরাত। তাই সামাজিক অবক্ষয় থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিভাবকরাও এ সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করিম, চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের ছোট ভাই।

/এসএইচ

Exit mobile version