Site icon Jamuna Television

ইউক্রেন সেনাদের সহায়তায় এগিয়ে আসছে ব্যবসায়ী থেকে শ্রমিক

গার্মেন্টসে তৈরি হচ্ছে ইউক্রেনীয় সেনাদের পোষাক।

ইউক্রেন সেনাবাহিনীর সহায়তায় এগিয়ে আসছে দেশটির ব্যবসায়ী থেকে শ্রমিকরা। লাভিভের একটি গার্মেন্টসে তৈরি হচ্ছে সেনাদের বিশেষ পোষাক, এবং এর সবই সরবরাহ করা হচ্ছে বিনামূল্যে। প্রতিষ্ঠানটির মালিক জানান, যুদ্ধ পরিস্থিতি থেকে দেশকে সুরক্ষায় অংশ নিতে চান তিনিও।

যুদ্ধের ময়দানে শক্তিশালী রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ছে ইউক্রেনের সেনারা। তাদের জন্যই কারখানাটিতে তৈরি হচ্ছে পোশাকসহ অন্যান্য উপকরণ। সেনাদের সহায়তা করার কারণে যেকোনো মুহূর্তে বোমা মেরে প্রতিষ্ঠানটি উড়িয়ে দেয়ার শঙ্কা জানিয়েছেন গার্মেন্টস মালিক। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে পতাকা, বিশেষ পোশাক, মেডিকেল ও সামরিক সরঞ্জাম রাখার ব্যাগ তৈরির কাজ। ইউক্রেনের উদ্যোক্তা লাইবোভ সাভচিয়ান বলেন, কখনও ভাবিনি এমন পরিস্থিতির মুখে পড়বে দেশ। কতক্ষণ বেঁচে থাকবো জানি না। কী করবো কিছুই বুঝতে পারছি না। চেষ্টা করছি দ্রুত সব সরঞ্জাম সেনাদের কাছে পৌঁছে দেয়ার।

দেশের এই কঠিন সময়ে বসে নেই শ্রমিকরাও। বীর যোদ্ধাদের সহায়তায় কাজ করে যাচ্ছেন তারা। সেই সাথে, স্বেচ্ছাসেবী হিসেবেও যোগ দিয়েছেন অনেক শরণার্থী। লাইবোভ সাভচিয়ান বলেন, নিজেকে একজন যোদ্ধা হিসেবে ভাবছি। আমার জন্ম এখানে, তাই নিজের দেশ রক্ষায় লড়াই করে যাবো শেষ রক্তবিন্দু পর্যন্ত। সেনাদের সহায়তা করতে আমার মাও চলে এসেছে পোল্যান্ড থেকে।

এই প্রথম নয়, ২০১৪ সালে দোনবাসে রুশ বাহিনীর হামলার সময়ও এগিয়ে এসেছিলেন এই নারী ব্যবসায়ী। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম দিয়েছিলেন লাইবোভ সাভচিয়ান।

আরও পড়ুন: বিশেষ অভিযানে মুক্ত মেলিতপোলের মেয়র

এম ই/

Exit mobile version