Site icon Jamuna Television

‘মারিওপোলের থিয়েটারে গোলা বর্ষণকারী অবশ্যই একজন দানব!’

ছবি: সংগৃহীত

মারিওপোলে যে থিয়েটারে আশ্রয় নিয়েছিল কমপক্ষে ১২ শ’ মানুষ, সেখানে গত বুধবার (১৬ মার্চ) চালানো হয় ভারী গোলাবর্ষণ। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেন, মারিওপোলের থিয়েটারে গোলা বর্ষণকারী অবশ্যই একজন দানব! খবর সিএনএনের।

ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেন, আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন, থিয়েটারটিতে আশ্রয় নিয়েছিল ১২ শ’ মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সেই ভবনের দুই পাশের দেয়ালেই বড় করে লেখা ছিল ‘শিশু’। মানচিত্রে আপনারা দেখতে পাবেন, ভবনটির উপরে ছিল বেশ কয়েকটি ড্রোন। সুতরাং, যুদ্ধবিমানের পাইলটের সেই লেখাটা না দেখার কোনো কারণ নেই। ভেতরে নারী ও শিশু থাকার পরও যে এমন একটি কাজ করতে পারে, সে অবশ্যই দানব।

মারিওপোলের মেয়র ভাদিম সার্গিভিচ বয়চেঙ্কো জানান, বেসামরিকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল ঐ থিয়েটার। রুশ বাহিনীর হামলার সময়ও ভেতরে ছিলেন কমপক্ষে ১২শ’ মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্যাটেলাইট ইমেজে ভবনের একাংশ ধ্বংসের চিত্র ধরা পড়লেও জানা যায়নি প্রকৃত হতাহতের তথ্য। প্রশাসনের শঙ্কা, চাপা পড়ে থাকতে পারেন অনেকে।

শহরটির ডেপুটি মেয়র সের্গেই অরলভ বিবিসিকে বলেন, ধারণা করছি অনেকেই টিকে গেছেন। তবে স্বেচ্ছাসেবীদের পক্ষে উদ্ধারকাজ চালানো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কারণ প্রতিনিয়ত শেল ছোড়া হচ্ছে সেখানে।

আরও পড়ুন: ‘জেলেনস্কির কি একটাই পোশাক?’ প্রশ্ন মার্কিন অর্থদাতার

এম ই/

Exit mobile version