Site icon Jamuna Television

দেশবাসীকে বর্তমান অবস্থা থেকে মুক্তি দিতে চায় বিএনপি: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি।

দেশে প্রতিটি জিনিস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিএনপি দেশবাসীকে এই অবস্থা থেকে মুক্তি দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মিলিত ছাত্র যুব ফোরামের সমাবেশে একথা বলেন গয়েশ্বর।

গয়েশ্বর বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন। অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে তারা। দেশের মানুষকে ভালো থাকতে হলে লড়াইয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ দেশের দল নয় বলেই প্রতিবেশী দেশের দিকনির্দেশনায় চলছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে নানাকে নিয়ে অজানা গল্প শোনালেন জয়

তিনি আরও বলেন, দেশে তেল-গ্যাসের দাম বাড়লে দ্রব্যমূল্যের দাম বাড়বেই। দেশ যেমন যুদ্ধে স্বাধীন হয়েছে, তেমনি বর্তমান সমস্যাও যুদ্ধের মাধ্যমে সমাধান হবে।

জেডআই/

Exit mobile version