Site icon Jamuna Television

ডোমিঙ্গোর বিরুদ্ধে যেসব অভিযোগ আনলেন মাশরাফী

রাসেল ডোমিঙ্গোর আধীনে মাত্র তিনটি ম্যাচ খেলা হলেও দক্ষিণ আফ্রিকান এই কোচকে ভালোই চেনা জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। তাইতো সংবাদ সম্মেলনে এই কোচকে নিয়ে বিস্তর অভিযোগ জানালেন নড়াইল এক্সপ্রেস।

মাশরাফী মনে করেন ডোমিঙ্গোর আমলে যেমন অবিশ্বাস্য কিছু জয় এসেছে তেমনি দৃষ্টিকটু হারও দেখতে হয়েছে। মিরপুরে এমন কিছু হার আমরা দেখেছি যা দেখার কথা ছিল না। আবার নিউজিল্যান্ডে গিয়ে অবিশ্বাস্য টেস্ট ম্যাচ জিতে এসেছি।

তবে মাশরাফী মনে করেন, এখনও পর্যন্ত ব্যর্থতার পাল্লাই ভারী ডোমিঙ্গোর। ব্যর্থতার উদাহরণ হিসেবে মাশরাফী টেনে আনেন শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পারফরমেন্স ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ হারের প্রসঙ্গ।

দল নিয়ে ডোমিঙ্গোর পরীক্ষা-নিরীক্ষার কঠোর সমালোচনা করে মাশরাফী বলেন, বাংলাদেশ দল এখন পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে নেই। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এখন সফলতা চায়। বিসিবিও সেটিই চায়। বাংলাদেশের ক্রিকেটে এখন পারফরমেন্স দেওয়ার সময়।

ডোমিঙ্গোর অধীনে ড্রেসিংরুমের অবস্থাও ভালো নেই বলে সন্দেহ মাশরাফীর। বলেন, তাকে নিয়ে খেলোয়াড়দের তাকে নিয়ে অনেক অভিযোগ আছে। তবে বিসিবি যদি ডোমিঙ্গোকে নিয়ে খুশি থাকে তাহলে খুব ভালো ও সেটা একান্তই বিসিবির সিদ্ধান্ত বলেও মনে করেন মাশরাফী।

জেডআই/

Exit mobile version