Site icon Jamuna Television

মন্দিরে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে সেবক আটক

মন্দিরের ভেতরে এক শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে আটককৃত পরশ মহন্ত (৬০)

দিনাজপুর প্রতিনিধি:

এবার মন্দিরের ভেতরে এক শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে মন্দিরের সেবককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে দিনাজপুরের ফুলবাড়ী শহরের কালিবাড়ী মন্দিরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পরেশ মহন্ত (৬০) একটি শিশুকে কালিবাড়ী মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করে। এ ঘটনা স্থানীয় ও ওই শিশুটির পরিবারের সদস্যরা জানতে পেরে উত্তেজিত হয়ে মন্দিরের সেবক পরেশ মহন্তকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে।

সেসময় শিশুটির পরিবার পরেশ মহন্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিলেও, কতিপয় স্থানীয় মাতবর শ্রেণীয় লোকের হস্তক্ষেপে ঘটনাটি শালিশের মাধ্যমে নিস্পত্তির চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্দির কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত বলেন, ঘটনাটি অত্যন্ত লজ্জাষ্কর, এ ঘটনার বিচার হওয়া প্রয়োজন।

/এসএইচ

Exit mobile version