Site icon Jamuna Television

পিরোজপুরে পুকুরে মিললো গৃহবধূর লাশ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর পৌর এলাকায় পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে পিরোজপুর পৌরসভার ৪ নং ওর্য়াডের রাজারহাট একালার নুরু খানের পুকুর থেকে গৃহবধূ প্রিয়াঙ্কা দাসের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত গৃহবধূ প্রিয়াঙ্কা দাস রাজারহাট এলাকার বাসিন্দা লিটন সাহার স্ত্রী।

পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার জানান, প্রিয়াঙ্কা আজ সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে ঘরের পার্শ্ববর্তী নুরু খানের পুকুর পাড়ে গৃহবধূ প্রিয়াঙ্কার পায়ের জুতা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দেয় পরিবারের লোকজন। তারা এসে পুকুর থেকে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক ডা. শান্ত হাওলাদার জানান, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসুদুজামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।

জেডআই/

Exit mobile version