Site icon Jamuna Television

নেটফ্লিক্সে আসছে জেলেনস্কির কমেডি সিরিজ

‘সার্ভেন্ট অব দ্য পিপল’ এর একটি দৃশ্যে ভাসিলি গোলোবোরদকো চরিত্রে ভলোদেমির জেলেনস্কি। ছবি: সিএনএন।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ফিরে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি অভিনীত পলিটিক্যাল স্যাটায়ার ‘সার্ভেন্ট অব দ্য পিপল’। এই টিভি সিরিজে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয়ের পর কমেডিয়ান জেলেনস্কি ইউক্রেনের সত্যিকারের প্রেসিডেন্ট হয়েছিলেন।

সার্ভেন্ট অব দ্য পিপল নামের এই টিভি সিরিজটি তাকে তারকা বানিয়ে দেয়। সেই খ্যাতি ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দারুণ কাজে লেগেছিল।

এক টুইট বার্তায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আপনারা চেয়েছিলেন, আর এটা ফিরে এসেছে।’ তবে সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাবে শুধু যুক্তরাষ্ট্রে।

আইনে উচ্চতর ডিগ্রি নেয়ার পর নব্বইয়ের দশকের শেষ দিকে একটি কমেডিয়ান গ্রুপে যুক্ত হন জেলেনস্কি। এরপর অভিনয়ে হাতেখড়ি হয় ইউক্রেনের এ প্রেসিডেন্টের।

/এমএন

Exit mobile version