Site icon Jamuna Television

শবে বরাতের রাতে স্বামীকে গ্যারেজে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে দশটায় মহানগরীর খানজাহান আলী এলাকার একটি ইজিবাইকের গ্যারেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কামরুল মোড়ল গ্যারেজটির মালিক।

এজাহারে উল্লেখ করা হয়, শবে বরাতের রাতে শিরোমনি পূর্বপাড়ার বাসা থেকে স্বামী-স্ত্রী বাজারের দিকে যাচ্ছিলেন। গ্যারাজের সামনে পৌঁছালে তাদেরকে একদল যুবক গতিরোধ করে। তারা স্বামীকে গ্যারেজে বেঁধে ৪ জন পালাক্রমে স্ত্রীকে ধর্ষণ করে।

নির্যাতনের পর যুবকরা পালিয়ে গেলে স্বামী কোনোমতে বাঁধন খুলে স্ত্রীকে খানজাহান আলী থানায় নিয়ে যান।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, নির্যাতিত নারী বাদি হয়ে মামলা করলে পুলিশ গ্যারেজের মালিক কামরুল মোড়লকে গ্রেফতার করে। গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version