Site icon Jamuna Television

তাসকিনের বদলে আইপিএল মাতাতে যাচ্ছেন মুজারাবানি

লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিচ্ছেন জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানি

দীর্ঘ ৮ বছর পর কোনো জিম্বাবুইয়ান হিসেবে আইপিএল মাতাতে যাচ্ছেন ব্লেসিং মুজারাবানি। জানা গেছে, তাসকিন আহমেদ আইপিএলে খেলার অনুমতি না পাওয়ায় মুজারাবানিকে তাসকিনের বিকল্প হিসেবে দলে রাখতে পারে লখনৌ সুপার জায়ান্টস।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও লখনৌয়ের জার্সিতে দেখা যাবে এ পেসারকে। জিম্বাবুয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের এক টুইট বার্তায় নিশ্চিত করা হয়েছে যে শিগগিরই আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন মুজারাবানি।

লখনৌ সুপার জায়ান্টস জানিয়েছে, মুজারাবানিকে ইংলিশ পেসার মার্ক উডের বিকল্প হিসেবে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

সর্বশেষ ব্রেন্ডন টেইলর জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে খেলেছিলেন আইপিএলে। দেশের হয়ে এখন পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন ব্লেসিং মুজারাবানি। ৭ এর ওপর গড়ে এ পর্যন্ত ২৫টি উইকেট শিকার করেছেন এ পেসার।


/এসএইচ

Exit mobile version