Site icon Jamuna Television

সবগুলো নির্বোধ, পাকিস্তানের রক্ষণাত্মক মানসিকতাকে ধুয়ে দিলেন শোয়েব

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতি রক্ষণাত্মক মানসিকতার খেসারত দিয়ে সিরিজ হারতে হয়েছে বলে পাকিস্তান বোর্ড ও ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেছেন সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। সেই সাথে, বোর্ড ও ম্যানেজমেন্টকে ভীতু ও নির্বোধ বলেও ধুয়ে দিয়েছেন ক্রিকেট ইতিহাসে দ্রুততম এই ফাস্ট বোলার।

শোয়েব আখতারের মতে, অস্ট্রেলিয়া সিরিজের জন্য এমনভাবে উইকেট তৈরি করা হয়েছিল যাতে ম্যাচগুলো ড্র হয়। অজি ফাস্ট বোলারদের বিরুদ্ধে যেন টিকে থাকা যায় ক্রিজে, এমন মানসিকতা থেকেই তৈরি করা হয়েছিল রাওয়ালপিন্ডি ও করাচির উইকেট। তাতে আবার আইসিসির ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে ভেন্যুগুলোর ভাগ্যে। শোয়েব বলেন, প্রচণ্ড হতাশাজনক একটা সিরিজ। সবগুলো নির্বোধ! পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টের লক্ষ্যই ছিল সিরিজটি ড্র করা। ব্যাপারটা যেন, আমরাও জিতবো না, ওরাও না! কেবল কোনোমতে সিরিজটা ড্র করে শেষ করাটাই ছিল তাদের উদ্দেশ্য।

ক্ষুব্ধ শোয়েব আরও বলেন, দেখুন, যখন আপনার সাহসের অভাব থাকবে আর পালিয়ে যেতে চাইবেন লড়াই থেকে, এমন ফলাফলই আসবে। পাকিস্তানে অস্ট্রেলিয়া খেলতে এসেছিল ২৪ বছর পর; তারা অবশ্যই ভালো এবং স্পোর্টিং উইকেটই আশা করেছিল। কিন্তু আপনারা তা করেননি। বরং অজিদের দমিয়ে রাখাই ছিল আপনাদের উদ্দেশ্য। তারপর ফল কী হলো? এই ফলটাই দেখায় যে, মানসিকতা ঠিক ছিল না পাকিস্তানের। আমাদের উচিৎ, চিন্তা ভাবনায় মধ্যমমানের নয়, এমন লোকদের সিদ্ধান্ত নেয়ার জায়গায় নিয়ে আসা। দুর্ভাগ্যজনকভাবে, পাকিস্তানে এমনটা ঘটে না।

তবে, টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শোয়েব আখতার। অস্ট্রেলিয়ার বেশিরভাগ খেলোয়াড়েরই পাকিস্তানে টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকার পরও তাদের খেলা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেটের ইতিহাসে দ্রুতগতির এই ফাস্ট বোলার। তিনি বলেন, অজিদের অভিনন্দন। আমি সত্যিই তাদের জয়ে খুশি হয়েছি। এটা তাদের দেশের উইকেট না, এমনকি খেলোয়াড়দের এখানে খেলার অভিজ্ঞতাও ছিল না। বোলাররা জানতেন না এই কন্ডিশনে কখন বল রিভার্স সুইং করবে। তবুও মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা কঠোর পরিশ্রম করে তা শিখেও নিয়েছে আর দারুণভাবে ম্যাচে প্রয়োগ করে ফল নিয়ে এসেছে নিজেদের অনুকূলে। এমনকি, পাকিস্তানে প্রথমবারের মতো আসা নাথান লায়নও দখল করেছেন ৫ উইকেট।

আরও পড়ুন: আমি জানি না, দেশের মাটিতে শেষ ম্যাচ খেলা প্রসঙ্গে মেসি

এম ই/

Exit mobile version