Site icon Jamuna Television

লিবিয়ায় নিখোঁজ বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী, পরিবারের দাবি অপহরণ

সাংবাদিক জাহিদুর রহমান (বামে), প্রকৌশলী সাইফুল ইসলাম (ডানে)। ছবি: সংগৃহীত।

ঢাকা থেকে লিবিয়ায় যাওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান গত ৫ দিন ধরে নিখোঁজ আছেন। ঢাকার সাভার এলাকার বাসিন্দা জাহিদুর রহমান (৪৮) এনটিভির বিশেষ প্রতিনিধি। জাহিদের সঙ্গে থাকা লিবিয়ার বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও তাদের লিবিয়ার গাড়িচালক মোহাম্মদ খালেদও একই সময় থেকে নিখোঁজ।

এ নিয়ে জাহিদের পরিবার বলছে, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে লিবিয়ায় থাকা প্রকৌশলী সাইফুল ইসলামের পরিবারের ধারণা, ত্রিপলিতে যেহেতু মিলিশিয়াদের নিয়ন্ত্রণ কম, কাজেই ক্ষমতাসীন সরকারের কোনো বাহিনীর কেউ তাদের ধরে নিয়ে যেতে পারে।

জাহিদের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত ৩ মার্চ লন্ডনের উদ্দেশে জাহিদুর সাভারের বাসা থেকে চলে যায়। এরপর সেখান থেকে সে লিবিয়া গিয়েছিলো বলে জেনেছেন তারা। ২৩ মার্চ ফোনে পরিবারের সাথে শেষ কথা হয় তার। এরপর থেকে মোবাইল বন্ধ, পাওয়া যায়নি কোনো খোঁজ। তবে তাকে অপহরণ করা হয়েছে বলে জানতে পেরেছে পরিবার।

লিবিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের ধারণা, কোনো মিলিশিয়া গ্রুপই তাদের ধরে নিয়ে যেতে পারে।

এসজেড/

Exit mobile version