Site icon Jamuna Television

রিমুভার শেষ হয়ে গেছে? নেল পলিশ তুলতে জেনে নিন অন্য উপায়

ছবি: সংগৃহীত।

অনেকেই পোশাকের সঙ্গে মানানসই রঙের নেলপলিশ পরতে ভালবাসেন। তবে নেল পলিশের রং তুলতে গিয়ে যদি দেখেন, রিমুভার ফুরিয়ে গেছে, তা হলেও কোনো চিন্তা নেই। ঘরোয়া কয়েকটি উপায়ে এই সমস্যার চটজলদি সমাধান পাওয়া যেতে পারে।

১) টুথপেস্ট: টুথপেস্ট দিয়েও নেলপলিশ তোলা সম্ভব। নখের উপর টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রাখুন। টুথপেস্ট শুকিয়ে যাওয়ার আগেই তুলাা দিয়ে ঘষে ফেলুন। উঠে যাবে নেল পলিশ।

২) লেবু আর ভিনেগার: রান্নাঘরে সহজলভ্য এই দুটি উপাদান দিয়েই নেল পলিশ তুলে ফেলে পারেন। একটি পাত্রে লেবুর রস আর ভিনেগার মিশিয়ে তাতে আঙুল ডুবিয়ে কিছু ক্ষণ রেখে তুলো দিয়ে ঘষলে উঠে যাবে নেল পলিশ।

৩) হেয়ার স্প্রে: হেয়ার স্প্রে দিয়ে তুলা ভিজিয়ে নিন। সেই তুলো নখের উপর ঘষলেই উঠে আসবে নেল পলিশ।

৪) স্যানিটাইজার: করোনার কারণে স্যানিটাইজার এখন আমাদের নিত্যসঙ্গী। তবে শুধু জীবাণু দূর করতে নয়, নেলপলিশ তুলতেও ব্যবহার করা যেতে পারে এটি। তুলায় কয়েক ফোঁটা স্যানিটাইজার ঢেলে নখের উপর ঘষলে মুহূর্তে উঠে যাবে নেলপলিশ।

৫) বডি স্প্রে: নেল পলিশ তুলতে ডিওড্র্যান্ট বা বডি স্প্রেও দারুণ কাজ করে। নখের উপর ডিওড্র্যান্ট স্প্রে করে তুলো দিয়ে মুছলেই নেলপলিশের রং উঠে যাবে।

এসজেড/

Exit mobile version