Site icon Jamuna Television

জিমে ওয়ার্কআউটের সময় তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

জিম করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক তরুণীর। জিম করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন জিমে যারা ছিলেন, তারা ওই তরুণীকে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে পাঠানোর চেষ্টা করে। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। খবর এই সময়ের।

খবরে বলা হয়, ওই তরুণীর নাম বিনয়া বিত্তল (৩৫)। তিনি গত শনিবার সকাল ৮টা নাগাদ বেঙ্গালুরুর একটি জিমে শরীরচর্চা করছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওজন তোলার কসরত করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ছেন বিনয়া। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে অন্যান্যরা ছুটে আসেন। তাকে যাবতীয় প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বিনয়া একাই থাকতেন একটি ভাড়া ফ্ল্যাটে। শুক্রবারও পুরোপুরি সুস্থ অবস্থায় অফিস থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। শনিবার রুটিন-মাফিক জিমে যান, সেখানেও কোনো অস্বাভাবিকত্ব চোখে পড়েনি কারও।

অতিরিক্ত ওয়ার্কআউটের ফলে হঠাৎ হৃদরোগই কি প্রাণ কাড়ল তরুণী বিনয়ার? চিকিৎসক মহল থেকে নানা ব্যাখ্যা উঠে আসছে। অনেকেরই মতে, অনিয়মিত জীবন যাপন, অতিরিক্ত ওজন বা হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকলে এমনটা হতে পারে।
আরও পড়ুন: মেয়ের ধর্ষককে কেটে খণ্ড খণ্ড করে নদীতে ফেললো বাবা
ইউএইচ/

Exit mobile version