Site icon Jamuna Television

পাকিস্তানে ইমরান খান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানে বিরোধী দলগুলোর ডাকে ইমরান খানের সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদে জড়ো হয় হাজারও মানুষ।

বিক্ষোভে প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনের বিরুদ্ধে শ্লোগান দেয় তারা। ভাষণে ইমরানকে ‘অযোগ্য ও দুর্নীতিবাজ’ বলে আখ্যা দেন প্রধান বিরোধী নেতা শাহবাজ শরীফ। খুব শিগগিরই হবে সরকার পতন, এমন দাবি করেন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের প্রধান মাওলানা ফজল উর রেহমান।

সোমবার দেশটির পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন বিরোধী নেতা শাহবাজ শরীফ। রাষ্ট্র পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৬১ জন। বৃহস্পতিবার আবারও আলোচনার দিন ধার্য করেন স্পিকার। এক সপ্তাহ বিতর্কের পর হবে ভোটাভুটি। ইমরান খান সরকারকে উৎখাতের জন্য ৩৪২ এমপির মধ্যে ১৭২ জনের অনাস্থা দরকার হবে।

পাকিস্তানের প্রধান বিরোধী নেতা শাহবাজ শরীফ বলেন, অসততা, অদক্ষতা আর দুর্নীতির পরও হতদরিদ্র জাতি এই সরকারকে চার বছর ধরে সহ্য করছে। ২২ কোটি জনগণের দাবির কারণে আমরা আইনপ্রণেতারা ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার সিদ্ধান্ত নিয়েছি।

এছাড়াও পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের প্রধান মাওলানা ফজল উর রেহমান বলেন, এই সরকারের পতন আসন্ন। এমন অবৈধ আর অযোগ্য শাসকদের সমূলে উৎপাটন করতে হবে। পাকিস্তানে এমন শাসনব্যবস্থা কেউ কখনও চাইবে না বলেও মন্তব্য করেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version