Site icon Jamuna Television

মোরগ লড়াইয়ের আসরে বন্দুক হামলা, মেক্সিকোতে নিহত ২০

চলছিল মোরগ লড়াই। সেখানে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। নিহত হয় কমপক্ষে ২০ জন। সোমবার (২৮ মার্চ) মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচুয়াচান রাজ্যে এ ঘটনা ঘটে।

প্রশাসন জানায়, জমজমাট আসরে বন্দুকধারীরা এসে এলোপাতাড়ি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন। হামলার পরপরই গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

মাফিয়াদের স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত দেশটিতে মাদক চোরাচালানকে কেন্দ্র করে এই ধরনের হামলা নিত্যদিনের ঘটনা। ঘটনাস্থলে বোমা হামলাও চালায় দুর্বৃত্তরা।

মূলত মোরগ লড়াইকে কেন্দ্র করে বসে জুয়ার আসর। তাই দেশটির বিভিন্ন এলাকায় এই ধরনের আয়োজনকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version