Site icon Jamuna Television

নাগরিকদের ইউক্রেনের যুদ্ধে যোগ না দিতে ইইউভুক্ত ৭ দেশের আহ্বান

ছবি: সংগৃহীত।

এবার নাগরিকদের রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে যোগ দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ৭ দেশ। খবর আল জাজিরার।

সোমবার (২৮ মার্চ) বিবৃতি জারি করে এ তথ্য জানায় দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। এদিন ব্রাসেলসে আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তারা। এ দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, ইতালি, লুক্সেমবার্গ ও বেলজিয়াম।

রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেনের হয়ে যুদ্ধে যোগ দিতে বিদেশি নাগরিকদের আহ্বান জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এখনও পর্যন্ত ২০ হাজার বিদেশি যোদ্ধা ইউক্রেনের পক্ষে লড়াই করছে বলেও দাবি তার। জেলেনস্কির এমন আহ্বানের পর অস্ট্রেলীয়দের যুদ্ধে যোগ দিতে নিষেধাজ্ঞা আরোপ করে স্কট মরিসন প্রশাসন।

আরও পড়ুন: পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে ফের হুঁশিয়ারি রাশিয়ার

প্রসঙ্গত, সম্প্রতি ন্যাটোর সদর দফতর ব্রাসেলসে অনুষ্ঠিত হয় জোটটির সম্মেলন। মূলত, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে আলোচনা করতেই এ সম্মেলন ডাকা হয়। সম্মেলনে সিদ্ধান্ত হয়,  জোটের বর্তমান মহাসচিব জেফ স্টলেনবার্গ আবারও ন্যাটো প্রধানের দায়িত্ব পালন করবেন। সম্মেলনে এসে ইউক্রেনের সীমান্ত সংলগ্ন দেশ পোল্যান্ড সফর করেন মার্কিন প্রেসিডেন্ট  জো বাইডেন।

জেডআই/

Exit mobile version