Site icon Jamuna Television

ময়লা বাসন না ধোয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী

ছবি: সংগৃহীত

স্বামী-স্ত্রীর মধ্যে নানা কারণে ডিভোর্স হয়ে থাকে। বিয়ের পর দুজনের মতের মিল না হলে সাধারণত একে অপরকে ছেড়ে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকে। বড় বড় কারণ না ঘটলে ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত সাধারণত কেউ নেয় না। কিন্তু সামান্য ময়লা বাসন না ধোয়ার জন্য স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী।

কথাটা শুনতে আশ্চর্যজনক লাগলেও এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। স্ত্রী ডিভোর্স দেয়ার পর স্বামী তার ভুল বুঝতে পারলেও কোনো কাজ হয়নি। দীর্ঘ ১২ বছর সংসার করার পর থালা বাসন না ধোয়ার অপরাধে স্ত্রী স্বামীকে রেখে চলে যান। তাদের চার বছর বয়সী একটি সন্তানও রয়েছে।

স্ত্রী চলে যাওয়ার পরই স্বামী একটি চিঠি লিখেন। চিঠিতে তিনি বলেন, তোমার প্রতি আমি খুবই অন্যায় করেছি। আমি খুবই বেখেয়ালি ছিলাম। কখনও পানি খাওয়ার গ্লাসগুলো সিঙ্কের মধ্যে না ধুয়ে রেখে দিতাম। এমনকি খাওয়ার প্লেটও। মাঝে মাঝে আমি আমার জামা কাপড়গুলো না গুছিয়ে রেখে মেঝেতে ফেলে রাখতাম। হয়ত এ কারণেই আমার ওপর বিরক্ত হয়ে তুমি চলে গেছ। পারলে আমাকে ক্ষমা করো।

/এনএএস

Exit mobile version