Site icon Jamuna Television

জামালপুরে নদী থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীর ভাটারায় নদীতে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভাটারা ইউনিয়নের কেষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, ভাটারা ইউনিয়নের কেষ্টপুর গ্রামের দুই ভাই আজাহার ও খোরশেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে মামলা চলছিলে।

গত মঙ্গলবার রাতে খোরশেদ লোকজন নিয়ে আজাহারের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইদিন রাত থেকেই তাদের অপর ভাই সৌদি প্রবাসী আব্দুল আজিজ ও তার ৫ বছর বয়সী মেয়ে জান্নাত নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। সকালে স্থানীয়রা কেষ্টপুর ব্রিজ সংলগ্ন ঝিনাই নদীতে আজিজ ও জান্নাতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে।

পুলিশ এ ঘটনায় পীর মাহমুদ, মর্জিনা বেগম, কাজলী বেগম ও সোমা বেগম নামে ৪ জনকে আটক করেছে। সৌদি প্রবাসী আজিজ একমাস আগে ছুটিতে বাড়ি এসেছিল। আগামীকাল শুক্রবার তার সৌদি ফিরে যাওয়ার কথা ছিল।

ইউএইচ/

Exit mobile version