Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় দৈনিক ১৩ ঘণ্টা লোডশেডিং

ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার থেকে দৈনিক ১৩ ঘণ্টা লোডশেডিংয়ের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। পর্যাপ্ত বিদ্যুৎ ও প্রয়োজনীয় ওষধ না থাকায় নির্ধারিত অপারেশনের শিডিউল বাতিল করছে দেশটির হাসপাতালগুলো। খবর ডনের।

বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ডন জানিয়েছে, ১৯৪৮ সালে স্বাধীন হবার পর অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ সময় পার করছে দ্বীপরাষ্ট্রটি। মূলত বৈদেশিক মূদ্রার রিজার্ভ না থাকায় এ অর্থনৈতিক সঙ্কটের সূচনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থনীতিবিদেরা। পরিস্থিতি এতটাই খারাপ যে অর্থের অভাবে দেশটিকে বন্ধ করতে হয়েছে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি।

শ্রীলঙ্কার বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, বুধবার (২৯ মার্চ) ১০ ঘণ্টা লোডশেডিং হবার কথা থাকলেও বিদ্যুতের অভাবে তা আরও ৩ ঘণ্টা প্রলম্বিত হয়। ফলে, বিদ্যুতের অভাবে দীর্ঘ ১৩ ঘণ্টা অন্ধকারে ডুবে ছিলেন শ্রীলঙ্কানরা।

জানা গেছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় তেল ও অর্থ না থাকায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না দ্বীপরাষ্ট্রটি। চলতি মার্চের শুরু থেকেই বিদ্যুৎ সঙ্কটে শ্রীলঙ্কানরা। মার্চের শুরু থেকেই দৈনিক অন্তত ৭ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছিলেন না বাসিন্দারা। এরমধ্যেই, বিদ্যুৎ উৎপাদনের থারমাল জেনারেটরগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানী সঙ্কটের কারণে লোডশেডিং ৭ ঘণ্টা থেকে বেড়ে ১০ ঘণ্টায় দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় প্রয়োজনীয় বিদ্যুতের ৪০ শতাংশই আসে জলবিদ্যুতের সুবাদে। কিন্তু, এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কমে গেছে জল বিদ্যুতের উৎপাদন।

/এসএইচ











Exit mobile version