Site icon Jamuna Television

রংপুর থেকে ঢাকা বাস চলাচল বন্ধ

বেতন বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়ন। শ্রমিকরা মালিকদের বলে দিয়েছে, পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত তারা গাড়ি চালাবে না।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল থেকে ঢাকা-রংপুরগামী সকল যাত্রীবাহী কোচ বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় অফিসসহ বিভিন্ন কাজে ঢাকা যাওয়া সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, বেতনবৃদ্ধি, পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দফা দাবি না মানা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

/এটিএম

Exit mobile version