Site icon Jamuna Television

২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন আগামী ২০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ইসির প্রথম কমিশন সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এদিন সকাল ১১টায় ইসির সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। সভায় কুমিল্লা সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে ১৬ মে। আইন অনুযায়ী এর আগেই নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

তবে, আদালতে মামলা জটিলতা থাকায় নির্বাচন কার্যক্রমের প্রস্তুতি নেয়া যায়নি বলে উল্লেখ করেন ইসি সচিব।

/এমএন

Exit mobile version