Site icon Jamuna Television

মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্তানকে খুন করলেন বাবা

ছবি: প্রতীকী

মদ্যপ ছেলের অত্যাচারের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছিল। সহ্য করতে না পেরে ছেলেকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। রোববার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের আলিপুরদুয়ার ১ নং ব্লক তপসীখাতা গ্রামে। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, ওই মৃত যুবকের নাম মিঠুন দাস (২৫)। মিঠুনকে খুন করার অভিযোগে তার বাবা পরেশ দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়, মদের নেশায় আসক্ত ছিলেন মিঠুন। শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় বাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন তিনি। মা, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর অত্যাচার চালাতেন। বিনা কারণে মারধরের অভিযোগও রয়েছে। মিঠুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একাধিকবার থানায় অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অভিযোগ, মিঠুনের অত্যাচারের মাত্রা দিনের পর দিন বেড়েই চলছিল। সেই কারণেই চরম সিদ্ধান্ত নেন পরেশ দাস। প্রথমে ছেলের হাত ও পা বেঁধে দেন। এরপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার থানার পুলিশ। মিঠুন দাসের মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ারের জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
আরও পড়ুন: ‘আমাদের আলাদা করে দেবেন না’ সুইসাইড নোট লিখে দুই বান্ধবীর আত্মহত্যা
ইউএইচ/

Exit mobile version