Site icon Jamuna Television

অজিদের বিপক্ষে সিরিজে পাকিস্তান বোর্ডের আয় ২০০ কোটি!

ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজন করে বাজিমাত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজ থেকে প্রায় ২০০ কোটি রুপি আয়ের দাবি করেছে বোর্ড।

২৪ বছর পর পাকিস্তান সফরে আসে অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টির সিরিজ থেকে পিসিবির আয় ২০০ কোটি পাকিস্তানি রুপি। আর্থিক দিক বিবেচনায় যা পিসিবির রেকর্ড।

অজি সিরিজ থেকে প্রাপ্ত অর্থের খরচের পথও জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। অর্থ ব্যবহার করা হবে ক্রিকেট অবকাঠামো তৈরিতে। তরুণদের কোচিং, অনুশীলন এবং পড়াশোনার দিকে গুরুত্ব দিতে চান রমিজ রাজা।

আরও পড়ুন: যে কষ্টের কারণে নিজের ছেলেকে ক্রিকেটার বানাতে চান না সরফরাজ

সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০০৬ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তান সফর করেনি কোনো দল। তবে কঠোর নিরাপত্তার আশ্বাস পেয়ে খেলতে আসে অস্ট্রেলিয়া দল। দেয়াও হয়েছে কঠোর নিরাপত্তা। তাই সিরিজ নিয়ে দর্শদের আগ্রহও ছিল তুমুল।

জেডআই/

Exit mobile version