Site icon Jamuna Television

রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে চলমান আগ্রাসনে ভারতের অবস্থান ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা নিয়ে দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের অর্থনৈতিক উপদেষ্টা  খোলামেলাভাবেই বলেছেন, বাইডেন প্রশাসন ভারতের বেশ কিছু পদক্ষেপে হতাশ এবং এজন্য ভারতকে চড়া মূল্য দিতে হতে পারে। সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি।

বুধবার (৭ এপ্রিল) সকালে খ্রিস্টান সায়েন্স মনিটর আয়োজিত এক অনুষ্ঠানে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলেরপরিচালকব্রায়ান ডিজ সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ।

ব্রায়ান ডিজঅভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে যখন রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ঠিক তখনই ভারত তা না করে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে।

ব্রায়ান ডিজ আরও বলেন, ইউক্রেন আগ্রাসনে ভারতের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ককে ক্রমেই জটিল করে তুলছে যখন এশিয়াতে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে।


রাশিয়ার সাথে ভারতের ক্রমবর্ধমানঘনিষ্ঠতা প্রসঙ্গে ব্রায়ান ডিজ বলেন, ভারতের জন্য আমাদের বার্তা এই যে, ভারত যদি প্রকাশ্যে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা চালিয়ে যায় তবে এর পরিণতি হবে অনেক বেশি ও দীর্ঘমেয়াদি।

গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয়নিরাপত্তাউপদেষ্টা দিলিপ সিংয়ের ভারত সফরের পরই যুক্তরাষ্ট্রের তরফ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হলো। তবে মার্কিন এই প্রতিক্রিয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরকোনো মন্তব্য পাওয়া যায়নি।


ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা নাখোশ হলেও ভারতের দুটি প্রতিষ্ঠান রাশিয়া থেকে আরো ৫০ লাখ ব্যারেল তেল আমদানি করার কথা ভাবছে। যুক্তি হিসেবে ইউরোপের রাশিয়া থেকে গ্যাস আমদানি করাকে দেখাচ্ছেন ভারতের সরকারি কর্মকর্তারা।

এদিকে বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুব্রামানিয়াম সংসদে ভারতের সাথে রাশিয়ার সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, রাশিয়া আমাদের অত্যান্ত গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যান্য দেশের মতো ভারতও দেশের স্বার্থ বিবেচনা করে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতির উপর নজর রাখছে ।

এটিএম/

Exit mobile version