Site icon Jamuna Television

ইমরান খানের বিদায়ে ক্ষুব্ধ পিটিআইয়ের সর্বাত্মক আন্দোলনের ডাক

অনাস্থা প্রস্তাবে ইমরান খান সরকারের বিদায়ের ঘটনায় ক্ষুব্ধ তার দল তেহরিক ই ইনসাফ। রোববার (১০ এপ্রিল) ভোররাতে ভোটাভুটির পরই সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে পিটিআই।

পার্লামেন্টের সামনেই অবস্থান ধর্মঘটে বসেন দলের অনেক নেতাকর্মী। শ্লোগান-প্রতিরোধের মাধ্যমে আটকে দেন পিএমএলএন, পিপিপি এবং এমকিউএম পার্টির নেতাদের গাড়িবহরও। এরই মধ্যে ইমরান খানকে গৃহবন্দি করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের এমন খবর ছড়ায় বাড়তি উত্তেজনা।

এর আগে, মুসলিম লিগের নেত্রী মরিয়ম নওয়াজ রাষ্ট্রদ্রোহ মামলায় ইমরান খানকে কারাবন্দি করার আবেদন জানান সুপ্রিম কোর্টে।

এদিকে পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করবে ইমরান খানের দল পিটিআই। তাতে সর্বোচ্চ আদালতের প্রতি ৭ এপ্রিলের রায় পুনরায় খতিয়ে দেখার অনুরোধ জানাবে তারা। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যেই ভাসমান এবং ভুল তথ্য দেয়া হয়েছে আদালতকে। যার ভিত্তিতে ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দেন সুপ্রিম কোর্ট। ফলে বাতিল হয় পার্লামেন্ট বিলোপ এবং আগাম নির্বাচনের ঘোষণাও।

/এডব্লিউ

Exit mobile version