Site icon Jamuna Television

‘সিরিয়াকে যুক্তরাষ্ট্র বিভক্ত করার চেষ্টা করছে’

সিরিয়াকে যুক্তরাষ্ট্র বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার মস্কোতে ইরান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিনিয়ত সিরিয়ায় মিসাইল হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স। এতে দেশটিতে বাড়ছে বেসামরিকদের মৃতের সংখ্যা। আস্তানায় সিরিয় শান্তি আলোচনার প্রস্তুতি উপলক্ষে এ বৈঠক বলে জানান নেতারা।

ল্যাভরভ বলেন, আগামী মাসে কাজাকিস্তানে আয়োজিত সভায় সিরিয়ার রাজনৈতিক সংকট এবং মানবিক বিষয়গুলো উঠে আসবে।

এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া পরিস্থিতি স্বাভবিক করতে বড় ভূমিকা পালন করতে হবে জাতিসংঘকে।

Exit mobile version