
ছবি: সংগৃহীত।
কিছুদিন আগেই টুইটারের বিশাল এক শেয়ার কিনে বিশ্ববাসীকে অবাক করে দেন এলন মাস্ক। শুরু থেকেই এই সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না টেসলার এই কর্ণধারের। সম্প্রতি এক ধাক্কায় টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে যান এই ধনকুবের। তবে তাতেও সন্তুষ্ট নন এলন। এবার কিনতে চান গোটা টুইটারকেই। এরই মধ্যে বিশাল অঙ্কের অর্থও প্রস্তাব করেছেন তিনি।
সবচেয়ে বড় শেয়ার কিনে টুইটারের বোর্ড অব ডিরেক্টরের সদস্য ঘোষিত হয়েছেন এলন মাস্ক। তবে সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ড অব ডিরেক্টরে আর থাকতে চাইছেন না এলন। গোটা টুইটারই কিনে নিতে প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব মানা না হলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের শেয়ারহোল্ডার হিসেবেও থাকবেন কিনা তা ভেবে দেখবেন তিনি।
বলা হচ্ছে, টুইটার কিনতে শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার দিতে প্রস্তুত এলন। এই হিসাবে গোটা সংস্থাটির মোট বাজারদর দাঁড়াবে ৪১ বিলিয়ন মার্কিন ডলার বা ৪১০০ কোটি মার্কিন ডলার। তবে সংখ্যাটা ৪১ বিলিয়ন নাকি ৪৩ বিলিয়ন তা নিয়ে সংশয় রয়েছে। কেউ কেউ আবার বলছেন প্রস্তাবটি আরও বেশি অঙ্কের।
মাস্কের দাবি, তিনি টুইটারের অংশীদার হওয়ার সময় ভেবেছিলেন টুইটার গোটা বিশ্ব জুড়েই বাক স্বাধীনতার মূল মাধ্যম হয়ে উঠবে। কিন্তু বিনিয়োগ করার পরই এলন উপলব্ধি করছেন, বর্তমান অবস্থায় তা কখনওই সম্ভব নয়। তাই ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা হিসেবে এর বদল ঘটানোই তার লক্ষ্য। অবশ্য এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়টি টুইটার কর্তৃপক্ষ।
এসজেড/



Leave a reply