Site icon Jamuna Television

পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ৮ সেনাসদস্য নিহত

রাজনৈতিক উত্তেজনার মাঝে পাকিস্তানে পৃথক সন্ত্রাসী হামলায় ৮ সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে ঘটে এ ঘটনা।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল। তারা জানায়, আদিবাসী অধ্যুষিত দাতাখেল জেলায় সেনাবাহিনীর গাড়িতে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে প্রাণ হারান ৭ জন। এদিনই ইশাম জেলায় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে প্রাণ হারান আরও এক সেনাসদস্য।

এ ঘটনার পর এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আগে থেকেই তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো। সম্প্রতি আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর সীমান্তবর্তী এলাকাগুলোতে বেড়েছে হামলার ঘটনা। গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় দেরা ইসমাইল খান জেলায় আরেক হামলায় নিহত হন ৫ পুলিশ সদস্য।

/এডব্লিউ

Exit mobile version