Site icon Jamuna Television

জর্জিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে ৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রশিক্ষণরত সামরিক বিমান বিধ্বস্তে প্রাণ গেছে কমপক্ষে ৯ জনের। স্থানীয় সময় বুধবার হয় এই দুর্ঘটনা।

জাতীয় নিরাপত্তা দফতর থেকে জানানো হয়, সি- ওয়ান থার্টি সামরিক বিমানটি পুয়ের্তো রিকো’র জাতীয় নিরাপত্তা বাহিনীর। প্রশিক্ষণের সময় এটি উপকূলীয় শহর সাভানাহ্’র একটি মহাসড়কের কাছে বিধ্বস্ত হয়। এসময়, বিমানে থাকা পাঁচ ক্রু এবং চার আরোহীর সবাই প্রাণ হারায়। তবে, এখনও সবার নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় ফায়ার ব্রিগেড ও জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় চলছে উদ্ধার তৎপরতা। প্রাথমিক তদন্তে বলা হয়, উড্ডয়নের পর মাঝপথে যান্ত্রিক গোলযোগের মধ্যে পড়ে বিমানটি। তবে, দুর্ঘটনার আসল কারণ জানতে চলছে তদন্ত।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version