Site icon Jamuna Television

আগাম অবসরের আবেদন করছেন ঢাবি শিক্ষক সামিয়া রহমান

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে যেতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান। এজন্য তিনি বিভাগের চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে সামিয়া রহমান আর্লি রিটায়ারমেন্টের আবেদন করেছেন। আবেদনটি বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি চার মাসের অর্জিত ছুটি (আর্নড লিভ) নিয়ে বিদেশে যান সামিয়া রহমান। গত ৩১ মার্চ ছুটির মেয়াদ শেষ হলে আরও এক বছরের ছুটি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। কর্তৃপক্ষ ছুটি অনুমোদন না করায় আগাম অবসর চেয়ে আবেদন করেন সামিয়া রহমান।

প্রসঙ্গত, ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন সামিয়া রহমান। পরে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপকও হন। তবে অ্যাকাডেমিক গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে তাকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়।

/এডব্লিউ

Exit mobile version