Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়ো হাওয়ায় নারিকেল গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন মধ্য কেরোয়া গ্রামের মাঝি বাড়ির মৃত শফি উল্লাহর ছেলে।

নিহত বৃদ্ধের ছেলে বিল্লাল হোসেন বলেন, আনুমানিক সকাল আটটার দিকে বাবা বাড়ি থেকে বের হয়ে বাড়ি সংলগ্ন দোকানে যান। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ি আসার পথে পাঞ্জেগানা মসজিদের সামনে পাকা সড়কে আসলে হঠাৎ নারিকেল গাছের নিচে চাপা পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ইসমত জেরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুকে অতিরিক্ত চাপে তিনি মারা গেছেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইউএইচ/

Exit mobile version