Site icon Jamuna Television

ক্যারিবিয়ানে আঘাত হানছে হারিকেন ‘মারিয়া’

আবারো শক্তিশালী পাঁচ মাত্রার হারিকেনের কবলে ক্যারিবীয়ান দ্বীপরাষ্ট্রগুলো। সোমবারই হারিকেন মারিয়া আঘাত হানে ডমিনিকান রিপাবলিকে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

আবহাওয়া বিভাগ বলছে, আঘাত হানার সময় হারিকেনের বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় আড়াইশ কিলোমিটার। বলা হচ্ছে, চলতি মাসের শুরুতে আঘাত হানা শক্তিশারী হারিকেন ইরমার গতিপথেই এগুচ্ছে এবারের হারিকেন মারিয়া। হারিকেনের ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ডোমিনিকান রিপাবলিকের পর, মঙ্গলবার ক্যারিবীয় দ্বীপ পোর্য়েতো রিকোতে আঘাত হানবে মারিয়া। এর আগে হারিকেন ইরমার আঘাতে এ অঞ্চলে প্রাণ হারায় অন্তত ৪০ জন।

Exit mobile version