Site icon Jamuna Television

ম্যানইউয়ের সাথে চেলসির ড্র

ছবি: সংগৃহীত

কেউ জেতেনি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে। ১-১ সমতায় শেষ হয়েছে দু’দলের লড়াই। আর তাতে টেবিলের শীর্ষ চারে থেকে লিগ শেষ করা অনেকটাই কঠিন হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল চেলসির। তবে জেমস-হাভার্টজদের একের পর আক্রমণের সামনে বাধা হয়ে দাঁড়ান স্বাগতিক গোলরক্ষক ডি গেয়া। বিরতির পর হাভার্টজের অ্যাসিস্টে চেলসিকে লিড এনে দেন আলোনসো। অবশ্য পর মুহূর্তেই ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাজিকে সমতায় ফেরে ম্যানইউ। লিগে এটি তার ১৭তম গোল। তার চেয়ে বেশি ২২ গোল আছে শুধু মোহাম্মদ সালাহর।

এদিকে, ৮০ মিনিটে জেমসের শট পোস্টে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি চেলসির। পয়েন্ট হারালেও শীর্ষ চারে বেশ ভালোভাবেই টিকে আছে ব্লুজ। তবে ৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রেডডেভিলস।

ইউএইচ/

Exit mobile version