Site icon Jamuna Television

ইতালিতে প্রমোদতরী জব্দ; ধারণা করা হচ্ছে মালিক পুতিন

ইতালির পশ্চিম উপকূল থেকে একটি প্রমোদতরী জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রমোদতরীটির সংশ্লিষ্টতা রয়েছে। খবর সিএনবিসি’র।

বেশ কয়েকমাস ধরে প্রমোদতরীটির সংস্কারকাজ চলছিল একটি শিপইয়ার্ডে। ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলাকালে এরসঙ্গে একাধিক রুশ ব্যবসায়ী ও রাজনীতিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রায় ৭০ কোটি ডলার মূল্যের প্রমোদতরীতে দুইটি হেলিপ্যাড, একটি সুইমিংপুল এবং একটি মুভি থিয়েটার আছে। ইতালি পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত থাকবে।

/এমএন

Exit mobile version