Site icon Jamuna Television

ইতালি ও স্পেনের ৫১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। (ফাইল ছবি)

ইউরোপের বিভিন্ন দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের জবাবে ইতালি ও স্পেনের ৫১ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১৮ মে) প্রকাশিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্পেনের ২৭ ও ইতালির ২৪ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। চলমান যুদ্ধের কারণে রুশ কূটনীতিকদের বহিষ্কার করার প্রতিশোধ হিসেবেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, মস্কোর স্প্যানিশ দূতাবাসের ২৭ কর্মী ও সেন্ট পিটার্সবার্গে স্প্যানিশ কনস্যুলেট জেনারেলকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাতে একটি রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইতালির ২৪ কূটনীতিককেও দেশ ছাড়তে বলা হয়েছে। অপরদিকে, ২৫ কূটনীতিককে বহিষ্কার ও মাদ্রিদের রুশ দূতাবাস থেকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছিল স্পেন। এর আগে ফ্রান্সের ৩৪ কূটনীতিককে বহিষ্কার করেছেন তিনি।

/এসএইচ

Exit mobile version