Site icon Jamuna Television

ঝড়ে গাছ পরে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ঝড়ে গাছ পরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া থেকে গুগল নগর পর্যন্ত সড়কে ছোট বড় গাছ পরে এ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনের কাজ করছে ভৈরব ফায়ারসার্ভিস সদস্যরা ও হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে দেখা যায়, মহাসড়কটির বারৈচা বাজার থেকে ভৈরব নজরুল ইসলাম সেতু পর্যন্ত প্রায় ১০-১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে। বারৈচা থেকে ভৈরব পর্যন্ত ঘুরে দেখা গেছে যানজটের ভয়াবহ চিত্র।

সড়কে দীর্ঘ সময় যানচলাচল স্থবির হয়ে আছে। ভৈরব হাইওয়ে পুলিশের এসআই মাহবুবুর রহমান জানান, যানজট দীর্ঘ হওয়ার কারণে গাড়ি ধীরগতিতে চলছে।

ইউএইচ/

Exit mobile version