Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ খেলা অনিশ্চিত

সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করলো ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম দল হিসেবে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হতো সিরিজের সব ম্যাচ। কিন্তু, বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতেই ৭ উইকেটের বড়ো ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা।

বৃষ্টির কারণে ম্যানচেস্টারে ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪২ ওভারে। ৯ উইকেটে ২০৯’র বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ২০১৫ বিশ্বকাপের পর প্রথম ক্যারিবিয়ান জার্সি গায়ে খেলতে নামা ক্রিস গেইল। ৩৫ রান আছে শাই হোপের ব্যাট থেকে। আর ৪১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জেসন হোল্ডার। বেন স্টোকস নেন ৩ উইকেট। জনি বেয়ারস্টো-জো রুটদের তান্ডবে প্রায় ১২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো বেয়ারস্টো ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন। ৫৪ রান আসে জো রুটের ব্যাট থেকে। ২৩ রানে অপরাজিত ছিলেন বেন স্টোকস। ২ উইকেট পান কেরসিক উইলিয়ামস। ওয়েস্ট ইন্ডিজের হারে অস্টম দল হিসেবে সরাসরি ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার।

Exit mobile version