Site icon Jamuna Television

কক্সবাজারে দুই অজ্ঞাত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ইনানী সৈকত ও কবিতা চত্বর এলাকা থেকে দুই অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইনানী সৈকতে ভেসে আসা অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ৩০ এবং কবিতা চত্বরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, কক্সবাজার সৈকতের কবিতা চত্বর এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মরদেহের খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে সকালে ইনানী সৈকতের রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে আসে। কর্মরত বিচকর্মীরা লাশটি দেখে ইনানী পুলিশকে খবর দেয়।

ইউএইচ/

Exit mobile version