Site icon Jamuna Television

গাইবান্ধার পলাশবাড়ীতে ধানমাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎচালিত মেশিনে ধানমাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে আনারুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যার দিকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম বৃষ্টিপুর গ্রামের মো. নুরুজ্জামান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

বিষয়টি নিশ্চিত করে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় খালি পায়ে আনারুল ইসলাম বিদ্যুৎচালিত মেশিনে ধান মাড়াই করছিলেন। এ সময় সংযোগ তারের লিকেজ অংশে হঠাৎ করে পা পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে আহত অবস্থায় আনারুলকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিদ্যুৎপৃষ্টে কৃষক আনারুল ইসলামের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে। আনারুলের মৃত্যুর ঘটনায় তার পরিবারের কারও অভিযোগ নেই।

এটিএম/

Exit mobile version